কিয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না

 

যে তিন শ্রেণির মানুষের প্রতি কিয়ামতের দিবসে মহান আল্লাহ খুব রাগান্বিত থাকবেন। তাদের দিকে ফিরেও তাকাবেন না ।


عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْمَنَّانُ الَّذِي لاَ يُعْطِي شَيْئًا إِلاَّ مَنَّهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْفَاجِرِ وَالْمُسْبِلُ إِزَارَهُ ‏"‏ ‏.


আবু যার (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তিন ব্যাক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন(১) খোঁটা দাতা যে ব্যাক্তি কিছু দান করেই খোঁটা দেয়, (২) যে ব্যাক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং (৩) যে ব্যাক্তি টাখনুর নিচে ঝুলিয়ে ইযার (শার্ট/প্যান্ট) পরিধান করে।

-(মুসলিম, হাদিস : ১০৬)


সংক্ষিপ্ত ব্যাখ্যা: 


এই হাদিসে তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ করা হয়েছে:


(১) المنّان بما أعطى – খোঁটা দাতা: যে ব্যক্তি দান করে পরে খোঁটা দেয়, তার দানের সওয়াব নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন:


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ


অর্থ: ‘হে ঈমানদারগণ! তোমরা খোঁটা ও কষ্টদানের মাধ্যমে তোমাদের সদকা নষ্ট করো না।’ (সুরা বাকারা, আয়াত : ২৬৪)  


(২) المُنفِقُ سلعتَه بالحلف الكاذب – মিথ্যা শপথে পণ্য বিক্রেতা : ব্যবসার ক্ষেত্রে মিথ্যা শপথ খুনবী (সা.) বলেছেন: “ব্যবসায়ীরা মিথ্যাবাদী হয়, তবে যে আল্লাহভীরু, সৎ ও সত্যবাদী সে ব্যতীত।” (তিরমিজি, হাদিস: ১২১৮) 

মিথ্যা শপথের দ্বারা সামান্য লাভ হয়, কিন্তু বরকত উঠে যায়। সহীহ বুখারীতে এসেছে: ‘শপথ পণ্যের বিক্রি বাড়ায়, কিন্তু বরকত মুছে দেয়।’ (বুখারী, কিতাবুল বুয়ূ)


(৩) المُسبل إزاره – যে টাখনুর নিচে পোশাক ঝুলিয়ে পরে : ইযার (অথবা শার্ট/প্যান্ট) টাখনুর নিচে ঝুলানো অহংকারের নিদর্শন।


 রাসুল (সা.) বলেছেন:

“যার কাপড় অহংকারবশত টাখনুর নিচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।” (বুখারি, হাদিস : ৫৭৮৮)

তবে হাদিসের অন্যান্য বর্ণনায় স্পষ্ট, মূল নিষেধ অহংকারের কারণে। যদি অগোচরে বা প্রয়োজনবশত নিচে চলে যায়, তবে গোনাহ নেই। (দলীল: বুখারীতে আবু বকর রা. এর ঘটনা—তিনি বললেন, “আমার ইযার নিচে নেমে যায়, আমি তা ঠিক করি।” নবী (সা.) বললেন: “তুমি তা অহংকারে করো”)

এই হাদিস তিনটি গোনাহর ভয়াবহতা একত্রে তুলে ধরেছে—


১. দানকে অপমানজনক করে তোলা- যার দ্বারা ইবাদতের সওয়াব ধ্বংস হয়।


২. ব্যবসায় মিথ্যা- যার দ্বারা মানুষের হক নষ্ট হয়, সমাজে অবিশ্বাস ছড়ায়।


৩. অহংকারপূর্ণ পোশাক - যা গর্ব ও দাম্ভিকতার প্রতীক, আর এটি আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়।


এদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না-অর্থাৎ দয়া ও রহমতের সাথে সম্বোধন করবেন না।


এদের দিকে তাকাবেন না- অর্থাৎ তাদের প্রতি সন্তুষ্টির দৃষ্টি দেবেন না; বরং তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। না।ব বড় গোনাহ। না।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post