মেসির মাঠে ফেরার সময় অনিশ্চিত

 


লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার সময় ডান পায়ের পেশিতে হালকা চোট পেয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। শনিবার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন তারকাকে।


ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেকাক্সার বিপক্ষে ম্যাচে পেশিতে অস্বস্তি অনুভব করায় মেসির মেডিক্যাল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, তার ডান পায়ে সামান্য পেশি চোট রয়েছেএটি গুরুতর নয়, তবে মাঠে ফেরার সময় নির্ভর করবে চিকিৎসার অগ্রগতি ও সুস্থ হওয়ার গতির ওপর।

ম্যাচের শুরুতে নেকাক্সার রাউল সানচেজ ও আলেক্সিস পেনিয়ার সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেসি। এরপর অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।


ম্যাচে শেষ মুহূর্তে জর্দি আলবার গোলে নেকাক্সার সঙ্গে ২-২ সমতায় ফেরে ইন্টার মায়াপরে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জয় পেয়ে অতিরিক্ত পয়েন্ট অর্জন করে দলটি।মি।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post