রাত বা দিনের বেলায় ঘুমের সময় যদি কউ কোনো দুঃস্বপ্ন দেখেন তাহলে-
১. “তার বাম দিকে হাল্কা থুথু ফেলবে।” (৩ বার)
২. “শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে।” (৩ বার)
(أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّحِيمِ -উচ্চারণ: আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম” অর্থ: “আমি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি”) বলবে
৩. “কাউকে এ ব্যাপারে কিছু বলবে না।”
৪. “অতঃপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্ত৫. “যদি সম্ভব হয় তবে উঠে সালাত আদায় করবে।”
-(মুসলিম, হাদিস: নং ২২৬১, ২২৬২, ২২৬৩)ন করবে।
00:01
Post a Comment