নিজ বাড়ি থেকে হাত-পায়ে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

 


গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাড়ি থেকে পায়েল (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহত পায়েল মিয়া বেতগাড়া রাঙ্গার মোড় গ্রামের আতাব আলীর ছেপরিবারের সদস্যরা জানায়, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মধ্যে এলাকায় চুরির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন। তাই তাকে নিয়ন্ত্রণে রাখতে তার হাত ও পায়ে লোহার শিকল লাগানো হতো। ঘটনার দিন সকালে তার ঘর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন গিয়ে দেখেন পায়েল নিথর পড়ে আছেন, হাত-পা তখনো শিকলে বাঁধা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।এলাকাবাসীর প্রশ্ন করেন, পায়েলের হাতে ও পায়ে শিকল বাঁধা অবস্থায় সে কিভাবে আত্মহত্যা করল? আরো জানান, মরদেহের ময়না তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। 


এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরিবারের দাবি, ছেলেটি মাদকাসক্ত হওয়ায় সমাজের শৃঙ্খলা রক্ষার্থে তাকে শিকলে বেঁধে রাখা হতো।

 

তিনি আরো বলেন, আত্মহত্যা না অসুস্থতাজনিত মৃত্যু, না কি অন্য কিছু তা নিশ্চিত হতে তদন্ত চলছে।


ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।লে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post