প্রশ্ন
আমাদের এ বিষয়টি জানা আছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করতে হয়। এটাই উত্তম। কিন্তু কেউ যদি সপ্তম দিনে আকিকা করতে না পারে, তাহলে সে কোন দিন আকিকা করবে? এ জন্য কি বিশেষ কোনো দিন নির্দিষ্ট আছে? জানালে উপকৃত হব।
-মুহাম্মাদ নাজমুল হক, হেসামদ্দি, বরিশাল
উত্তর
সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে আকিকা করা মুস্তাসপ্তম দিনে সম্ভব না হলে চৌদ্দ বা একুশতম দিনে করা ভালো। এর চেয়ে বিলম্ব করা উচিত নয়। কারণ হাদিস শরিফে পর্যায়ক্রমে এই তিন দিনের কথাই উল্লিখিত হয়েছে। তাই এ নিয়মই অনুসরণ করা উচিত।তবে এরপর করলেও আকিকা আদায় হবে। একুশতম দিনের পর যেকোনো দিন আকিকা করা যেতে পারে। তবে এ ক্ষেত্রেও সাতের হিসাব ঠিক রাখা সম্ভব হলে ভালো।
(আলমুসতাদরাক ৪/২৩৮; আলমুগনী ইবনে কুদামা ১৩/৩৯৬; ইলাউস সুনান ১৭/১১৮; বিদায়াতুল মুজতাহিদ ১/৫৪০)
উৎস : আলকাউসার,
’ (সুরা : বুরুজ, আয়াত : ১-২)
৩. সত্য দিবস : কিয়ামত দিবস সংঘটিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ও সংশয় নেই। তাই এই দিবসকে ‘ইয়াউমুল হক’ বা সত্য দিবস করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘এই দিবস সুনিশ্চিত; অতএব, যার ইচ্ছা সে তার প্রতিপালকের শরণাপন্ন হোক।’ (সুরা : নাবা, আয়াত : ৩৯)
৪. কঠিন দিবস : কিয়ামত দিবস অবিশ্বাসীদের জন্য অত্যন্ত কঠিন হবে। তাই এই দিনকে ‘ইয়াউমুন আসির’ বা কঠিন দিবস বলা হয়েছে।০৯।হাব।
Post a Comment