time
Welcome to Our Website!

Top News

তিন জায়গায় মিথ্যা বলা কি জায়েজ?

 


ইসলামে সবচেয়ে ঘৃণিত ও নিষিদ্ধ কাজগুলোর একটি হলো মিথ্যা। এ ব্যাপারে নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। এমনকি কাউকে হাসানোর জন্য মিথ্যা বলতে নিষেধ করেছেন। তাই কোনোভাবেই মিথ্যা বলা জায়েজ নেইব্যাপারে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা মিথ্যাচার বর্জন করো। কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তার নাম মিথ্যুক হিসেবেই লেখা হয়।’ (আবু দাউদ ৪৯৮৯)তবে শর্তসাপেক্ষে তিন ক্ষেত্রে কারও ক্ষতি হয় না এমন মিথ্যা কথা বলার অবকাশ আছে। হজরত আসমা বিনতে ইয়াজিদ (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

 

তিন ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয়: ১. মানুষের মধ্যে আপস-মীমাংসার জন্য মিথ্যা বলা। ২. যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা এবং ৩. স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা (তিরমিজি ১৯৪৫হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, হাদিসে উল্লিখিত তিনটি ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় ও ক্ষতি থেকে বাঁচতে মানুষ কখনও কখনও বাড়িয়ে বলতে এবং সত্য অতিক্রম করতে বাধ্য হয়। তাই যেখানে মীমাংসার সম্ভাবনা রয়েছে সেখানে কখনও কখনও অসত্য বলার অবকাশ রয়েছে।

 

যেমন দুই ব্যক্তির মধ্যে মীমাংসার জন্য একপক্ষের ভালো দিকগুলো অন্য পক্ষের কাছে বাড়িয়ে বলা এবং তার সুন্দর দিকগুলো তুলে ধরা। যদিও সে বিবদমান পক্ষ থেকে কথাগুলো শোনেনি। আবার যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি বাড়িয়ে প্রচার করা, এমন কথা বলা যাতে সঙ্গীরা সাহস পায় এবং শত্রুরা ধোঁকায় পড়ে যায়। কারণ যুদ্ধ মানেই হলো ধোঁকা।

 

এভাবে স্বামী-স্ত্রীর মধ্যে মিথ্যা দ্বারা উদ্দেশ্য হলো ভালোবাসা ও আন্তরিকতার বহিঃপ্রকাশে মিথ্যা বা বাড়িয়ে বলা। যাতে পারস্পরিক ভালোবাসা স্থায়ী হয় এবং পারিবারিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। যেমন এমন কথা বলা যে, তুমি অমূল্য, তুমিই আমার কাছে সবচেয়ে প্রিয়, আমার চোখে তুমিই সবচেয়ে সুন্দরী ইত্যাদি। অধিকার হরণ বা দায়িত্ব থেকে পলায়নের জন্য মিথ্যা বলা বৈধ নয়। (শরহুস সুন্নাহ ১৩/১১৯; তুহফাতুল আহওয়াজি ৬এই তিন জায়গায় মিথ্যা বলা জায়েজ যা কারও জন্য ক্ষতিকর নয়। এসব মিথ্যায় কারও অধিকার নষ্ট, জান-মালের ক্ষতি বা সম্মানহানী হয় না। যদি হয় তাহলে তা জায়েজ নেই। এছাড়া আর কোনো ক্ষেত্রেই মিথ্যা বলা জায়েজ নেই। এমনকি কৌতুক করার জন্য মিথ্যা বলা জায়েজ নেই।

 

এ ব্যাপারে রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সেই লোক ধ্বংস হোক যে মানুষদের হাসানোর উদ্দেশ্যে কথা বলতে গিয়ে মিথ্যা বলে। সে নিপাত যাক, সে নিপাত যাক।/৬৯))।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post