এবার ইলিয়াসের টক শোতে আসছেন কর্নেল রাশেদ

 


মেজর ডালিমের পর এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের আলোচিত টক শোতে আসছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম রাশেদ চৌধুরী। এর আগে মেজর ডালিমের সঙ্গে টক শো ব্যাপক আলোচিত হয়েছিল।


আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কর্নেল (অব.) রাশেদ চৌধুরীর ছবি সংযুক্ত একটি পোস্টে এই তথ্য জানান ইলিয়াস হোসেন।


স্ট্যাটাসে ইলিয়াস উল্লেখ করেন, ’৭৫-এর আরেক বীর যোদ্ধার সঙ্গে দেখা হবে ২৪ জানুয়ারি, বাংলাদেশ সময় রাত ৯টায়।’


তিনি আরও জানান, টক শোটি সরাসরি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে প্রচারিত হবে।


অনুষ্ঠানটি আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার রাত ৯টায় সরাসরি প্রচারিত হবে, যা নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।


সাংবাদিক ইলিয়াসের পোস্টের নিচে অনেকেই পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন।


নুরুজ্জামান খান নামের একটি আইডি থেকে পোস্টের নিচে কমেন্টে করেছে- উনি হচ্ছেন রাশেদ চৌধুরী বাংলার শ্রেষ্ঠ সন্তান। আজ উনাদের কোনো ইতিহাস আমাদের বইতে নাই। সব মুজিবের ইতিহাস দিয়ে ভরে রাখছে, এটাই বাস্তব।


ইয়ামিন মাহমুদ আইডি থেকে লেখা হয়েছে, ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম। জাতির সামনে সঠিক ও সত্য তুলে ধরার সময় এখনই। আগামীর দেশ ইসলামের দেশ ইনশাআল্লাহ।


আরজে আদনান সাকিব লিখেছেন, ইনি হলেন মুজিবকে জয় বাংলা করা কর্নেল রাশেদ চৌধুরী।


ইসলামী লাইফ ইজ মাই ড্রিম লিখেছে, কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা। সোনার বাংলা ধ্বংস করে, টোকাই হইল নেতা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post