নামাজের সামনে সুতরা দেওয়ার পদ্ধতি কী

 


প্রশ্ন : একা অথবা জামাতে নামাজ পড়তে সুতরা দেওয়ার পদ্ধতি কী? যদি কেউ দুই পাশে দুই খুঁটি গেঁড়ে দিয়ে খুঁটিদ্বয়ের ওপরে একটি লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেয় তাহলে সুতরা আদায় হবে কি?


—মহসিন, গাইবান্ধা


উত্তর : একা অথবা জামাতে নামাজ পড়লে সুতরা দেওয়ার পদ্ধতি হলো, কমপক্ষে এক হাত লম্বা ও এক আঙুল পরিমাণ মোটা কোনো জিনিস নামাজির সামনে অথবা জামাতে নামাজ আদায় অবস্থায় ইমামের সামনে স্থাপন করবে। অতএব প্রশ্নে বর্ণিত উভয় পাশের খুঁটির ওপর লম্বা লাঠি বা বাঁশ টানিয়ে দেওয়ার দ্বারা সুতরার সুন্নত আদায় হয়ে যাবে। (তাবয়িনুল হাকায়েক : ১/১৬০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/১০৪)।


সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post