প্রশ্ন : বিয়ে করার ক্ষেত্রে অবিবাহিতের ওপর ইসলামের যেসব বিধান প্রযোজ্য, অনুরূপভাবে কি যারা বিয়ের পর কোনো কারণে সিঙ্গল হয়ে গেছে, তাদের ওপরও একই রকম বিধান প্রযোজ্য হবে?
-মিরাজ মিয়া, পিরোজপুর
উত্তর : শরিয়তের দৃষ্টিতে বিয়ে করা জরুরি হওয়া-না হওয়ার বিধান সব ধরনের পুরুষের জন্য বরাবর। চাই সে একেবারেই অবিবাহিত পুরুষ হোক কিংবা বিয়ের পর কোনোভাবে বিপত্নীক হয়ে গেছে এমন হোক। (বুখারি, হাদিস : ৫০৬৬, আদদুররুল মুখতার : ৩/৭০৬, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৭/৪৩)।
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।
00:01
Post a Comment