Top News

মৃত ব্যক্তি কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারেন?

 

আমাদের চারপাশে এমন কথা প্রায়ই শোনা যায় যে, ‘আব্বা মারা গেছেন চার বছর হলো, একবারও স্বপ্নে আসেননি! মনে হয় অনেক কষ্টে আছেন, না হয় আমাদের ওপর রাগ করে আছেন।’ আবার কেউ কেউ বলেন, ‘আমার আম্মা তো কয়েক মাস হলো মারা গেছেন। প্রতিদিন দোয়া করি, তবু স্বপ্নে আসেন না কেন!’



এ ধরনের কথা ও চিন্তা অনেক পরিবারেই অজান্তে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় কেউ মারা যাওয়ার পর অনেকেই আশা করেন, অন্তত একদিন স্বপ্নে এসে দেখা দেবেন। কিন্তু সেটা না হলে মনটা খারাপ হয়ে যায়, বুকের ভেতর একধরনের অজানা কষ্ট জমে ওঠে। মনে হয়, তিনি হয়তো অভিমান করে আছেন, তাই দেখা দেন আবার অনেকেই ভাবেন, স্বপ্নে কেউ এলে বুঝি কোনো বার্তা দিতে এসেছেন। আর যদি না আসেন, তবে হয়তো ‘আমরা কিছু ভুল করেছি। ঠিকঠাক দোয়া করছি না। কিছু একটা ঘাটতি রয়ে গেছে’—এভাবে ভাবতে ভাবতেই কেউ কেউ দৌড়ে যান হুজুর, পীর-ফকির, এমনকি কবিরাজের কাছেও।



কিন্তু আসল সত্যিটা কি আসলেই এমন? এই বিষয়ে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাতার ভাষায়, ‘মৃত ব্যক্তি স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তায়ালার ফয়সালা। আল্লাহ চাইলে তার সঙ্গে স্বপ্নে আপনার দেখা হতে পারে, নাও হতে পারে। আবার তাকে স্বপ্নে দেখলেই যে সবসময় একটা বিশেষ ইঙ্গিতবাহী হবে বা বিশেষ কিছু করতে হবে, এটা জরুরি না।’



তিনি আরও বলেন, ‘যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে তিনি কষ্টে আছেন, তাহলে তার পক্ষ থেকে দান-সদকা করবেন, দোয়া করবেন। আর যদি এ রকম কিছু মনে না হয়, তাহলে এটা সাধারণ স্বপ্ন হিসেবে মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই স্বপ্নে আপনার সঙ্গে দেখা দিতে পারেন আবার অভিমান করে না-ও দিতে পারেন, বিষয়টা কিন্তু এমন না। এটা তার নিয়ন্ত্রণে নেই।



যা বলা হয়েছে হাদিসে



হাদিসে শরিফে বলা হয়েছে, যদি কেউ ভালো স্বপ্ন দেখেন, তাহলে তিনটি কাজ করবেন—এক. আল্লাহ তায়ালার প্রশংসা করে ‘আল-হামদুলিল্লাহ’ বলবে। দুই. এটা অন্যকে সুসংবাদ হিসেবে জানাবে। তিন. স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে, যে তাকে ভালোবাসে।



হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা তার ভালো লাগে, তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে।



সে এ স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করবে এবং অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে তাহলে বুঝতে হবে যে, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এ বিষয়ে নবীজি (সা.)-এর নির্দেশনা হলো, বাম দিকে তিনবার থুথু ফেলে ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া’বলবে পার্শ্ব পরিবর্তন করবে। (মুসলিম : ২২৬২)



অন্য বর্ণনায় এসেছে, দাঁড়িয়ে (দু’রাকাত) সালাত আদায় করবে এবং কাউকে বলবে না। এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। (বোখারি : ৭০৪৪)হ।না!

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post