অসুস্থ হলেও হজ ফরজ হলে করণীয়

 

প্রশ্ন.


আমার মামা আমেরিকাপ্রবাসী। তার দুটো কিডনিই প্রায় অচল। তাকে ১ দিন পর পর ডায়ালিসিস করতে হয়। কিছুদিন আগে তিনি ওয়ারিশ সূত্রে ঢাকায় একটি বাড়ি এবং ২৬ লাখ টাকার মালিক হ-ইবনে মাহমুদ, তেজগাঁও, ঢাকা


উত্তর


হ্যাঁ, ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পদের কারণে আপনার মামার ওপর হজ ফরজ হয়েছে। তবে তিনি যেহেতু নিজে হজ করতে সক্ষম নন, তাই তার কর্তব্য হলো, কাউকে দিয়ে বদলি হজ করানো।


অবশ্য তার যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তিনি এখনই বদলি হজ করাবেন না। যখন সুস্থ হবেন, তখন নিজেই হজ করে নেবেন।


কিন্তু তা সম্ভব না হলে বদলি হজ করানোর অসিয়ত করে যাবেন।

উল্লেখ্য, কাউকে দিয়ে বদলি হজ করানোর পর তিনি যদি সুস্থ হয়ে যান এবং হজের সামর্থ্য থাকে, তাহলে পুনরায় নিজে গিয়ে হজ আদায় করতে হবে।


আরো উল্লেখ্য যে বদলি হজ সংক্রান্ত বিভিন্ন মাসআলা রয়েছে। কাউকে বদলি হজে পাঠাতে হলে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে এ সম্পর্কিত মাসআলা জেনে নিতে হবে।


-ফাতাওয়া খানিয়া ১/২৮১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৪৮; আলবাহরুর রায়েক ২/৩০৭; রদ্দুল মুহতার ২/৪৫৮; মানাসিক, মোল্লা আলী আলকারী পৃ. ৫১, ৬৪


উৎস : আলকাতিনি মোটামুটি সচ্ছল। তবে আগে তার অর্থনৈতিক অবস্থা এমন ছিল না, যার মাধ্যমে হজ আদায় করা যায়।

তিনি জানতে চাচ্ছেন, অসুস্থ হওয়ার পর মিরাস সূত্রে প্রাপ্ত সম্পদের কারণে তার ওপর কি হজ ফরজ হয়ে গিয়েছে? যদি ফরজ হয়, তাহলে তার করণীয় কী? কারণ তার বর্তমান অবস্থায় সফর করা সম্ভব নয়। জানিয়ে বাধিত করবেন।উসার, জুন ২০১৯।ন।

Post a Comment

Previous Post Next Post