যেভাবে সিটি কাউন্সিলর কানা হারুন গ্রেপ্তার



 

অপারেশন ডেভিল হান্টে রংপুর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে


রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।


বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী।

নিয়ে গত শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের অভিযানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে আরও ১৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জে নিজ বাড়ি থেকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’


এ ছাড়াও পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদকে উপজেলার পাকারমাথা থেকে এবং জাহিদ তারাগঞ্জের ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা চেষ্টা ও নাশকতার মামলা রয়েছে। 

অপারেশন ডেভিল হান্টে রংপুর থেকে মোট ১৪ দিনে ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post