হাসিনাকে আবার দেশে দেখতে চাই, যেভাবে ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো


 


এবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি কাপড়ের দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’, লেখাটি। পরে বিষয়টি দেখতে পেয়ে দোকান কর্তৃপক্ষ বোর্ডটি নামিয়ে ফেলে। মোবাইল ফোন অ্যাপস নিয়ন্ত্রণ করে ডিজিটাল সাইন বোর্ডটির পাসওয়ার্ড হ্যাক করে কোন একটি চক্র এরকম লেখা লিখে দিতে পারে বলে দাবি দোকান মালিকের। 

ঘটনাটি ঘটেছে শনিবার (২২ ফেব্রুয়ারি) নাগেশ্বরী পৌরসভার আজিজ সুপার মার্কেটের বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন নামের একটি দোকানের ব্যবহৃত ডিজিটাল সাইন বোর্ডে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানের সামনে একটি খুঁটির সঙ্গে লাগানো বোর্ডটিতে  হঠাৎ করে ভেসে উঠতে থাকে ‘হাসিনাকে আবার দেশে দেখতে চাই’। চার খন্ডে এ লেখাটি পর পর ভেসে উঠতে থাকে। পরে বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বোর্ডের লেখা প্রদর্শন বন্ধ করেন। এরপর বোর্ডটি খুঁটি থেকে নামিয়ে ফেলেন। 


পরে রাতে বিষয়টি চাউর হলে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বোর্ডটি থানায় নিয়ে যায়। 

বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশনের মালিক শহিদুল ইসলাম বলেন, ১ বছর আগে বোর্ডটি ঢাকা থেকে কিনে আনেন তিনি। বোর্ডটিতে তার দোকানের নাম ‘বিএম গার্মেন্টস অ্যান্ড ফ্যাশন’ প্রদর্শন হয়ে আসছিলো। প্রতিদিন সন্ধ্যার পর এটি চালু করা হতো। এটিতে লেখা পরিবর্তন বা নিয়ন্ত্রণ মোবাইল অ্যাপসের মাধ্যমে হয়ে থাকে। হঠাৎ করে শনিবার সন্ধ্যায় আগের লেখা পরিবর্তন হয়ে এরকম লেখা ভাসতে থাকে। কোন চক্র হয়তো অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এরকম লেখা লিখে দিয়েছে।


তিনি আরও বলেন, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। পরে দোকানের কর্মচারীকে ব্যানারটি নামিয়ে ফেলতে বলি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমিও একটি সাধারণ ডায়েরি করেছি। যারা এ কাজটি করেছে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডিজিটাল বোর্ডটি থানায় আনা হয়েছে। দোকানের মালিককে থানায় ডাকা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post