পিলখানা হত্যাকাণ্ডে ব্যবস্থা নেওয়া হয়নি: মির্জা ফখরুল

 

পিলখানা হত্যাকাণ্ডে ব্যবস্থা নেওয়া হয়নি: মির্জা ফখরুল

পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর সরকারের যোগসাজসে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে বানানী সামরিক কবরস্থানে শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে ফুল দিতে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও তাঁর সরকারের যোগসাজশে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং দুইদিন ধরে এই হত্যাযজ্ঞ চলেছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের দরবার চলাকালে কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে।পথভ্রষ্ট সদস্যদের সেদিনের হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন।

পিলখানায় হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সংগঠন ও সংস্থা। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবি জানানো হয় শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন ও শহীদ পরিবারের পক্ষ থেকে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post