পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান

  

পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান 

পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০টির বেশি দোকান পুড়ে গেছে। সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এবং নেছারাবাদের মিয়ারহাটে আগুনের এই ঘটনা ঘটে। 

গতকাল সোমবার রাত সোয়া এগারোটার দিকে সদর উপজেলার পাঁচপাড়া বাজারে মুদি, স্বর্ণ ও বইয়ের মোট ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই কেউ দোকানে আগুন দিয়েছে। পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও সময়মতো সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অন্যদিকে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পার্শ্ববর্তী সন্ধ্যা নদীর ওপারে থাকা ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হ‌য়। ফলে দ্রুত‌ আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানায় স্থানীয়রা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান জানান, পিরোজপুরের দুটি উপজেলাতে গত রাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post