পিরোজপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল ৪০ দোকান
অন্যদিকে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির বেশি দোকান পুড়ে গেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে পার্শ্ববর্তী সন্ধ্যা নদীর ওপারে থাকা ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। ফলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানায় স্থানীয়রা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রইম অ্যান্ড অপারেশন মুকিত হাসান খান জানান, পিরোজপুরের দুটি উপজেলাতে গত রাতে আগুনে অনেকগুলো দোকান পুড়ে গেছে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।00:01

Post a Comment