বাংলাদেশ তো ডুবেছেই, পাকিস্তানকে সঙ্গে নিয়েই ডুবেছে

 বাংলাদেশ তো ডুবেছেই, পাকিস্তানকে সঙ্গে নিয়েই ডুবেছে


টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের জন্য এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ সমর্থক হিসেবে পেয়েছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদেরও। বাংলাদেশ জিতলে যে পাকিস্তানের টুর্নামেন্টে টিকে থাকার আশাও লতায়-পাতায় টিকে থাকে।কিন্তু রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তা-ই করেছে, যা প্রথম ম্যাচে ভারতের সঙ্গেও করেছিল – অসহায় আত্মসমর্পণ। আগে ব্যাট করে কোনোরকমে ২৩৬ রান তোলার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল, বাংলাদেশের টিকে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায়। তাসকিন-নাহিদ-মোস্তাফিজরা শুরুতে সম্ভাবনার নিক্তিটা কিছুটা নিজেদের দিকে টেনে আনলেও শেষ পর্যন্ত রাচিন রাভিন্দ্রার সেঞ্চুরির সামনে আর কিছু পাত্তা পায়নি। রাভিন্দ্রা ১১২ রান করে আউট হওয়ার সময়ই নিউজিল্যান্ডের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, তাঁর পাশাপাশি ফিফটি করেছেন টম ল্যাথামও। শেষদিকে দুজনকে ফেরাতে পারলেও বাংলাদেশের আর ম্যাচে ফেরার তেমন বাস্তবিক সুযোগ আসলে ছিল না। নিউজিল্যান্ড অনায়াসেই জিতেছে ৫ উইকেট আর ২৩ বল হাতে রেখে। তাতে এই গ্রুপের চার দলের ভাগ্যও নির্ধারিত হয়ে গেছে। ভারত আর নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গেল, শুধু গ্রুপের শেষ ম্যাচে নিজেরা মুখোমুখি হবে গ্রুপসেরা নির্ধারণের জন্য। আর এদিকে বাংলাদেশ টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে তো বিদায় নিয়েছেই, শান্তরা ডুবেছেন টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানকে সঙ্গে নিয়ে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা হয়ে থাকছে নিছক আনুষ্ঠানিকতার।  

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post