সরকারের সকল স্তরে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত
সরকারের সকল স্তরে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থনীতি সংক্রান্ত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, ‘সরকারের প্রত্যেক স্তরে ই–ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। এখন এটা শুধু বিডাতে আছে। অনেক মন্ত্রণালয় বা এজেন্সিতেই নাই। না থাকায় ডিসিশন মেকিং স্লো হয়। ম্যানুয়ালি যেন ফাইল মুভ না করে। কত দ্রুত চালু করা যায়, সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেন কাজগুলো দ্রুত করা যায়। এতে দুর্নীতি অনেক কমে আসে, অন্যান্য দেশের এক্সপেরিয়েন্সে আমরা এমনটাই দেখেছি।’ শফিকুল আলম বলেন, ‘এটা যত দ্রুত করা যায়। মনিটর করা যাবে, কোন ডেস্কে ফাইল কতদিন পড়ে থাকে। ট্র্যাকিং সিস্টেমও থাকবে।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন যেটা করা হয়েছে, আমি যতটুকু জানি সংস্কারের প্রতিবেদনের হার্ডকপি রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছে। এখন তারা বিশ্লেষণ করছেন। এরপর আমাদের ফিডব্যাক দেবেন।’
উপদেষ্টা রদ বদলের কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। বাকিটা ওনার বিষয়। পরিষদ রদবদল হবে কিনা এটা সরকার সিদ্ধান্ত নেবে। এখনও জানি না কোনো সিদ্ধান্ত আছে কিনা।’ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ল এ্যান্ড অর্ডারে নিয়ে সিরিয়াস। ছাত্রদের মধ্যে যদি কোনো সিচ্যুয়েশন হয়, দেখব। আইনের কোনো অবনতি হোক, আমরা চাই না। আমরা কাজ করছি। আজকে বিশাল মিটিং হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্ব দিয়েছেন। সবাই মিলে আলাপ হয়েছে। রাতে থেকে কম্বাইন্ড পেট্রোল শুরুর কথা। আশা করছি, ঢাকা শহরের ভেতর ও বাহিরের আইন শৃঙ্খলা আরও ভালো হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আগে দুটো ডেটের কথা বলেছিলেন, ডিসেম্বর বা পরের বছরের প্রথমার্ধে হবে। আমরা দেখি যে, এপ্রিল থেকে কাল বৈশাখি শুরু হয়, আর জুনে মনসুন। এই তিন মাস ইলেকশনের উপযোগী না। আমাদের ধারণা ডিসেম্বর বা পরের বছরের মার্চের মধ্যে হবে।’

Post a Comment