ভূমিকম্পে কাঁপল দেশ

 ভূমিকম্পে কাঁপল দেশ


ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে কেঁপে ওঠে রাজ্যটির একাধিক জেলা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post