ভারতকে পেছনে ফেলতে না পারলে আমার নাম শাহবাজ শরিফ না’
অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে পেছাতে না পারলে নিজের নাম শাহবাজ শরিফ থাকবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গতকাল রোববার পাঞ্জাবের দেরা গাজী খান এলাকায় এক জনসভায় এমন কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ওই সময় শাহবাজ বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি যেন ভালো হয় সেজন্য আমরা দিনরাত কাজ করব। আল্লাহ সবসময় পাকিস্তানকে রহমত দান করেন। যদি আমাদের প্রচেষ্টার ফলে পাকিস্তান উন্নয়ন ও অগ্রগতিতে ভারতকে পেছনে না ফেলে, তাহলে আমার নাম শাহবাজ শরিফ না।
মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, শাহবাজ শরিফ যখন জনসভায় কথা বলছিলেন, তখন তাকে বেশ উদ্দীপ্ত দেখা যাচ্ছিল। তিনি সামনে থাকা টেবিল চাপড়াচ্ছিলেন, বেশ জোরে জোরে হাত ঝাকাচ্ছিলেন। ওই সময় নিজের বড় ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে নিয়েও কথা বলেন শাহবাজ। তিনি বলেন, তারা দুই ভাই পাকিস্তানের হয়ে কাজ করবেন, যেন তাদের দেশ উন্নত হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নওয়াজ শরীফের ভক্ত এবং অনুসারী। আজ আমি তার নামে শপথ করছি, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, আমরা কাজ করব, আমরা একসঙ্গে কাজ করব পাকিস্তানকে উন্নয়নের শিখরে নিতে এবং ভারতকে হারাতে।তার এই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটির নিচে বেশিরভাগ মানুষকেই সমালোচনা করতে দেখা গেছে। অনেকেই বলেন, শাহবাজ বড় বড় প্রতিশ্রতি দেন, কিন্তু কাজ করেন না।
Countdown Timer
00:01
Post a Comment