গুলিস্তান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গুলিস্তান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান পাবলিক টয়লেটের পাশ থেকে মো. রমজান মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ইলেকট্রিশিয়ানের কাজ করতে বলে জানা গেছে। রমজান মিয়া ঢাকা নবাবগঞ্জ উপজেলার গুচ্ছগ্রামের সুরুজ মিয়ার ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ পুলিশ অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান জানান, সংবাদ পেয়ে আজ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির অচেতন দেহটি উদ্ধার করি। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানান ওই ব্যক্তি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি ইলেকট্রিশিয়ানের কাজ করতো। তাঁর শরীরে কোনো আঘাতর চিহ্ন নেই। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যেই নিহতের স্বজনদের খবর দিয়েছি। তারা হাসপাতালে আসছেন বলে আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post