যত বেশি চিকন, তত বেশি ডিসকাউন্ট!

যত বেশি চিকন, তত বেশি ডিসকাউন্ট!

ডিসকাউন্ট বা মূল্যছাড় পেতে কে না চায়? আর যদি হয় রোস্তোরাঁর খাবারে, তবে তো কথাই নেই। সম্প্রতি থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ অদ্ভুত এক শর্তে মূল্যছাড় দিয়ে সাড়া ফেলেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ ভোক্তাদের স্বাস্থ্য অনুযায়ী খাবারের দামে ছাড় দিচ্ছে! যত বেশি চিকন, তত বেশি ছাড়। ঘটনাটি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। তবে অদ্ভুত ওই শর্তের কারণে সমালোচনা করছেন অনেকে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’। এই রোস্তোরাঁটি অভিনব ছাড়ের কথা ঘোষণা করে সম্প্রতি। সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে। কে কত ছাড় পাবেন তা ঠিক করতে ‘স্কিনি ডিসকাউন্টে’ অংশ নিতে হচ্ছে। একটি গ্রিলের কাঠামো রাখা হয়েছে। যাতে ফাঁকা পাঁচটি লেভেল রয়েছে। সবচেয়ে বড় ফাঁকা দিয়ে শরীর গলাতে পারলে এক টাকাও ছাড় মিলছে না। পরেরটি কিছুটা ছোট, সেটি দিয়ে শরীর গলাতে পারলে ৫ শতাংশ ছাড় মিলবে। এর চেয়ে ছোটটির ক্ষেত্রে ১০ শতাংশ, এর চেয়ে ছোট ফাঁকার ক্ষেত্রে ১৫ শতাংশ। সবচেয়ে ছোট ফাঁকা দিয়ে শরীর প্রবেশ করাতে পারলে পাচ্ছেন সর্বাধিক ২০ শতাংশ ছাড়।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, অনেকে পরীক্ষা দিয়ে রেস্তোরাঁর খাবারে ছাড় আদায়ের চেষ্টা করছেন। ওই ভিডিও দেখে অনেকে যেমন মজা পেয়েছেন, অনেকে আবার অভিযোগও করেছেন। এই রেস্তোরাঁটি মোটাদের অপমান করেছে বলে অভিযোগ অনেকের। মজার ছলে এখানে মানুষকে তাঁর শারীরিক আকৃতি নিয়ে ছোট করা হচ্ছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post