দুই ছাত্রীকে ৮ জন মিলে ধর্ষণ

 


নরসিংদীর রায়পুরায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ শুক্রবার বিকালে উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এলাকার সর্বস্তরের জনসাধারন এ মানববন্ধনে অংশ নেয়। সেই সাথে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাএর আগে, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় দুই কিশোরীকে আট বন্ধু মিলে সংঘবদ্ধ ধর্ষনের অভিযোগ উঠে। সোমবার বিকেলে কাইয়ুম (২১) ও মুন্না (২২) নামে দুই বন্ধুর সঙ্গে নৌকা যোগে ঘুরতে যায় দুই কিশোরী। নৌকা দিয়ে ঘুরাঘুরি শেষে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলে কাইয়ুম ও মুন্না কৌশলে নৌকা অন্য একটি তীরে ভিড়ায় এবং তাদেরকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরও ছয় বন্ধুকে ডেকে আনে ও সকলে মিলে ভয়ভীতি দেখিয়ে ওই দুই ছাত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে তারা নিজ বাড়ি ফিরে গেলে তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যরা ঘটনা জানতে চাইলে ধর্ষণের ঘটনা প্রকাশ পায়।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post