কক্সবাজারের সমুদ্রপথে মাদক চোরাচালান প্রতিরোধে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫-এর সমন্বয়ে কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দুটি সন্দেহজনক কাঠের বোটকে থামার নির্দেশ দিলে, সেগুলো দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে প্রায় এক ঘণ্টার ধাওয়া শেষে গভীর সমুদ্রে বোট দুটি আটক করে তল্লাশি চালিয়ে বোটের কাঠের পাটাতনের নিচে বরফের মধ্যে লুকানো অবস্থায় ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ২১ পাচারকারীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৩ জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকি ১৮ জন উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টার নজরদারি ও টহল অব্যাহত রেখেছে।যান।
Post a Comment