অপহরণের ২ দিনেও উদ্ধার হয়নি চবির ৫ শিক্ষার্থী

 


দুদিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনীভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া, বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি চলছে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ। 


অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ও পরিবারের স্বজনরা।বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে অটোরিকশা চালককে ছেড়ে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা। তবে, অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post