রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ

 


রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় ২২ বছর বয়সী এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছে।মামলার একমাত্র আসামি মো. ফাহিম (২৫) পলাতক রয়েছেন| ভুক্তভোগী তরুণীর বাড়ি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে গ্রামে থাকতেন না বলে জানা গেছে।কাউখালী থানা সূত্র জানায়, ভুক্তভোগী গত ১৭ এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পোয়াপাড়ায় আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আনোয়ার হোসেনের ছেলে মো. ফাহিম গত ২৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে।


সর্বশেষ গত ১৭ এপ্রিল রাতে ধর্ষণে বাধা দিলে ফাহিম ঐ তরুণীকে মারধর করে। আঘাতপ্রাপ্ত হয়ে তরুণীকে কাউখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তরুণী থানায় অভিযোগ দেয়কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘আমরা ভুক্তভোগীর অভিযোগ নিয়ে মামলা লিপিবদ্ধ করেছি। কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে তরুণীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ধর্ষণসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা শওকত আকবর খান বলেন, ‘ভুক্তভোগী তরুণীকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এখনো হাতে আসেনি।’।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post