দুই মায়ের কান্নায় বাতাস ভারি হলো যেভাবে

 


গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার কোটালীপাড়া উপজেলার পৃথক দুটি স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মৃত শিশুরা হলো, চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে ওমর ফারুক (২.৫) ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম (৮)।


জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে দু’টি শিশুই নিজ নিজ বাড়ির পাশের পুকুরের ঘাটে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। শিশুদেরকে তাদের স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে দুই মা। 


এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post