অ্যাপলকে ভারতে বিনিয়োগ করতে নিষেধ করলেন ডোনাল্ড ট্রাম্প

 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চান না অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ভারতে বিনিয়োগ করুক। ভারতে বিনিয়োগের বিষয়টিকে তিনি ভারতের ওপরই ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন। আজ কাতারের রাজধানী দোহা’তে অনুষ্ঠিত এক ব্যবসায়িক ইভেন্টে তিনি অ্যাপলের শীর্ষ কর্তাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন।ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, কুকের বিষয়ে তাঁর ‘সামান্য অভিযোগ’ রয়েছে। তিনি বলেন, ‘আমি তাঁকে বলেছি, আমি তোমার সাথে খুব ভালো আচরণ করছি। তুমি (আমেরিকায়) ৫০০ বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছ। কিন্তু এখন আমি শুনছি যে তুমি ভারতজুড়ে বিনিয়োগ করছ। আমি চাই না তুমি ভারতে বিনিয়োগ করো। ভারতের ভালো চাইলে তুমি সেখানে বিনিয়োগ করতে পার, কিন্তু বিশ্বের সর্বোচ্চ শুল্কহারগুলোর একটি ভারতে বিদ্যমান, ফলে সেখানে পণ্য বিক্রি করা বেশ কষ্টসাধ্য।’ভারতে বিদ্যমান উচ্চ শুল্কহারকে কারণ হিসেবে দেখিয়ে অ্যাপলের শীর্ষ কর্তাকে ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন যে, ‘আমি চাই না তুমি ভারতে বিনিয়োগ করো।’


ভারতের বিষয়টি ভারতের ওপরই ছেড়ে দিতে কুকের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বরং চাইছেন টিম কুকের প্রতিষ্ঠান অ্যাপল আরও বেশি করে আমেরিকায় বিনিয়োগ করুক। আমেরিকায় নিজেদের ব্যবসা সম্প্রসারণে মনোনিবেশ করার পরামর্শও দিয়েছেন তিনি কুককেভারতের উচ্চ শুল্কহার নিয়ে নিজের অসন্তোষের কথা অকপটে স্বীকার করার পাশাপাশি তিনি এও বলেছেন যে, ভারতের তরফ থেকে আমেরিকান পণ্যে কোনো প্রকার শুল্ক আরোপ না করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাবের বিষয়ে এখনও কিছু জানায়নি।ভারতের দেওয়া প্রস্তাব প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘তাঁরা (ভারত) আমাদেরকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যার অর্থ হচ্ছে আমাদের (পণ্যের) ওপর আক্ষরিক অর্থে কোনো শুল্ক আরোপের না করতে তাঁরা রাজি হয়েছে।’ 


কিন্তু তা স্বত্বেও ট্রাম্প চাইছেন অ্যাপলের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো আরও বেশি করে আমেরিকায় বিনিয়োগ করুক। এক্ষেত্রে অ্যাপল সিইও’কে তিনি আজ কড়া ভাষায় স্পষ্ট এক বার্তা দিয়েছেন। কুকের উদ্দেশ্যে তিনি বলেছেন যে, চীনের বাজারে বড় বিনিয়োগের বিষয়টি তিনি সহ্য করেছেন, কিন্তু ভারতের ক্ষেত্রে তা তিনি করবেন না। ভারতকে নিয়ে চিন্তা না করে টিম কুককে আমেরিকায় উৎপাদন বাড়াতে আরও বেশি বিনিয়োগ করতে বলেছেন তিনিটিম কুকের প্রতি ট্রাম্পের এই বার্তা এমন এক সময়ে এসেছে যখন অ্যাপল তাঁদের আইফোনের উৎপাদন চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে। বিশেষ করে চীনের সাথে আমেরিকার শুল্ক যুদ্ধের প্রেক্ষাপটে ভারতে আইফোনের উৎপাদন আরও ত্বরান্বিত করেছে অ্যাপল এবং নতুন করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের পরিকল্পনাও করেছে আইফোন ও ম্যাকবুকের নির্মাতা প্রতিষ্ঠানটি। 


গত মাসেই বার্তা সংস্থা এএফপি’কে টিক কুক জানিয়েছেন যে, তিনি আশা করছেন আমেরিকাতে বিক্রি হওয়া আইফোনের বেশিরভাগই তৈরি হবে ভারতে। এখন দেখার বিষয় ট্রাম্পের এমন কড়া বার্তার পর টিম কুক ও অ্যাপলের পরিকল্পনায় কোনোরুপ পরিবর্তন আসে কি-না।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post