জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ময়মনসিংহের বাসভবন ‘সুন্দর মহল’ ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেয়।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ ‘সুন্দর মহল’ ভাঙচুর করা হয়।জানা যায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের বাসভবনটি ‘কুটুমবাড়ী’ নামের একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এর পর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্তে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।এদিকে, গত ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাঁধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এসময় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহবায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের নেতাকতর্মীরা।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুড়িয়ে দেওয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মাননবন্ধন করা হয়। এতে ছাত্র আন্দোলন, বিভিন্ন শ্রেণিপেশার ছাত্র-জনতা উপস্থিত ছিল।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, ‘দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও কাজ বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।’
তবে সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ি রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্র–জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
Post a Comment