চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধ এলাকায় সাকি আক্তার (২৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও যৌতুকের জন্য সাকি আক্তারকে গলাটিপে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে আত্মীয়-স্বজনরা সাকি আক্তারকে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাকি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (৬ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।
নিহত গৃহবধূ পশ্চিম বড়ঘোনা গ্রামের চৌকি সিকদার বাড়ির আবুল হোসেনের মেয়ে। ধারণা করা হচ্ছে, রাতেই সাকি আক্তারকে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা চৌকি সিকদার বাড়ির আবুল হোসেনের মেয়ে সাকি আক্তারের সঙ্গে একই ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় নুরুল ইসলামের ছেলে আজগর হোসাইনের ৩ বছর আগে বিয়ে হয়। ব্যাংকের কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। ঘটনার পর স্বামী আজগর হোসাইন পালিয়ে যান। তাদের সংসারে ২ বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।
নিহত সাকি আক্তারের বাবা আবুল হোসেন বলেন, আমার মেয়েকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। এর আগেও তার বড় ভাই হাসান নুর স্ত্রীকে হত্যা করেছিল। আমি এই হত্যার বিচার চাই।
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে, হত্যা নাকি আত্মহত্যা। তবুও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
Post a Comment