জামায়াতকর্মী পরিচয় দিয়েও শেষ রক্ষা হলো না


 

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কৃষক লীগ নেতা আবুল কাসেম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিজেকে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচয় দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেন তিনি। এতেও শেষ রক্ষা হয়নি আবুল কাসেম মুন্সীর। সোমবার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

মঙ্গলবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন।


এর আগে, রোববার রাতে উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কাসেম মুন্সী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চন্ডিপাশার বাসিন্দা ও পৌর কৃষক লীগের সভাপতি।


স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রোববার উপজেলার চৌরাস্তা বারুইগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি নিজেকে জামায়াতের কর্মী হিসেবে পুলিশের কাছে পরিচয় দেন। পাঁচ মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বলে জানান পুলিশকে। তখন নান্দাইল উপজেলা জামায়াতের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে কৃষক লীগ নেতার এমন দাবি মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ।


উপজেলা জামায়াতের আমির কাজী শামসুদ্দিন বলেন, আগের সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা অপকর্ম করেছে, তারা সেসব অপকর্ম ঢাকতে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আবুল কাসেম আমাদের দলের কর্মী নন। তার জামায়াতে যোগদানের খবরটি ভুয়া।

বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কৃষক লীগ নেতা আবুল কাসেম নিজের পরিচয় আড়াল করার জন্য মিথ্যার আশ্রয় নেন। আজকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post