দীর্ঘক্ষণ অনুসরণ করা হয় হাসনাতকে, যেভাবে করা হয় হামলা


 

কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর গিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে উদ্দেশ্য করে গাড়িতে হামলা চালায় মুখোশধারীরা। 

রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।


দুর্বৃত্তরা যখন হাসনাত আবদুল্লাহর গাড়িটিতে হামলা চালায়, তখন তিনি গাড়িতে ঘুমিয়ে ছিলেন।

জানা গেছে, হাসনাত আবদুল্লাহ যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সেটি শেষ করে বেরিয়ে যাওয়ার পর গাজীপুরের সালনা এলাকা থেকে তাকে বহন করা গাড়িটিকে অনুসরণ করছিল কয়েকজন মোটরসাইকেল আরোহী। মুখোশধারীরা দীর্ঘক্ষণ ধরে তাকে অনুসরণ করার পর চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির গতিরোধ করে তাকে নামানোর চেষ্টা করে। পরে ইটপাটকেল নিক্ষেপ করে। 


এদিকে, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এক ফেসবুক পোস্টে জানান, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করছেন।

, গত বছরের নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইল এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post