চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি জাহিদুল কবির।
তিনি বলেন, মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছেন।
00:01
Post a Comment