জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার সন্ধ্যায় গাজীপুরে ওই হামলার প্রতিবাদে রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় বিক্ষোভ মিছিল করেন এনসিপি নেতা–কর্মীরা।অনতিবিলম্বে হাসনাতের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। হামলায় জড়িতদের আইনের আওত্তায় আনা না হলে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। মিছিলটি শাহাবাগ চত্বর হয়ে আবার বাংলামোটর এসে শেষ হয়।হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে রাজধানী ছাড়াও বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতা-কর্মীরা। গাজীপুরের বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তায় আয়োজিত আলাদা বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় দলটির নেতারা হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করেন।হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার রাতে কুমিল্লা নগরী ও দেবিদ্বার উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল হয়।
রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন্স থেকে কান্দিরপাড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন, মহানগর আহ্বায়ক আবু রায়হান, জেলা কমিটির সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা।
কাছাকাছি সময়ে কুমিল্লার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বিক্ষোভ করেন এনসিপি কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিমের তত্ত্বাবধায়ক ও এনসিপির কেন্দ্রীয় সহ মুখ্য সংগঠক সদস্য নাভিদ নওরোজ শাহ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহানসহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বর থেকে কুমিল্লা জিলা স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে।
অপরদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে হাসনাত আব্দুল্লাহর নিজের উপজেলা দেবিদ্বারে। জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভ মিছিল আয়োজন করে।
রাত ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার সদর এলাকার নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। তাৎক্ষণিক এ প্রতিবাদ মিছিলে শত শত স্থানীয় জনতা ও ছাত্ররা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন হাসনাতকে হত্যা করা যাবে কিন্তু দেশের কোটি কোটি হাসনাতকে হত্যা করা যাবে না। হাসনাতরা এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে। আজকে গাজীপুরে যারা হাসনাতকে হত্যার চেষ্টা করেছে তারা ফ্যাসিস্ট আওয়ামী দোসর।
বিক্ষোভ অংশ নেন জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা নেতা নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ফয়সাল হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত, সাজেদুল রাফসান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালায়। এতে গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি নিয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে কিছু সময় অতিবাহিত করে ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, গাজীপুর প্রতিনিধি ও কুমিল্লাও মো. হাসান।
Post a Comment