ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের ক্রিকেটার। গুজরাটের এই ক্রিকেটারকে সোমবার(৫ মে) গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। ভারতের এই ক্রিকেটারের নাম শিবালিক শর্মা। তিনি বাঁহাতি ব্যাটসম্যান।
শিবালিক শর্মা বডোদরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। যোধপুরের কুড়ী ভগতাসনী থানায় শিবালিকের নামে অভিযোগ জমা দেওয়া হয়। তদন্তের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।
শিবালিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেন এক মহিলা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বডোদরায় আলাপ হয় দু’জনের মধ্যে। তার পর থেকেই দু’জনের ভিতর ঘনিষ্ঠতা বাড়ে। দু’জনের পরিবারও নিজেদের মধ্যে দেখা করে। ২০২৩ সালের আগস্ট মাসে যোধপুরে যায় শিবালিকের পরিবার আর সেই সময়ই বাগদান হয় তাদের।
বাগদানের পর শিবালিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় সেই মহিলার। ২০২৪ সালে সেই মহিলা বডোদরায় গেলে সেই সময় শিবালিকের পরিবার জানায়, তারা ছেলের জন্য অন্য জায়গায় বিয়ের কথা ভাবছে। এর পরেই পুলিশে অভিযোগ জানায় সেই মহিলা। সেই অভিযোগের উপর ভিত্তি করেই চলে তদন্ত। এর পরেই সোমবার (৫মে) শিবালিককে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে শিবালিক ১৮টি ম্যাচ খেলেছেন। বাঁহাতি এই ব্যাটার ১০৮৭ রান করেছেন। ১৩টি লিস্ট এ এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। বডোদরার হয়ে জম্মু-কাশ্মীরের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন বডোদরার এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ৬৪ রান আর দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেন শিবালিক শর্মা
Post a Comment