মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন।সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনের পর গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তিনি মানিকগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।আগে, গত ৮ এপ্রিল মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
পরে দীর্ঘ সময় শুনানী শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। গতকাল মানিকগঞ্জে দায়ের হওয়া নতুন একটি মামলারও আসামী তিনি।
মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, গতকাল গোলাম মহিউদ্দনের জামিনের কাগজপত্র আমাদের কাছে আসার পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মুক্তি লাভ করেন।
Post a Comment