শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার

 


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্সোনাল অফিসার (পিও) এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ।


বুধবার (৭ মে) রাত ১০টার দিকে ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা এস এম মিজানুর রহমান মিজানকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।


এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post