মহাসড়কে পড়ে ছিল পলিথিনে মোড়ানো খণ্ডিত হাত 

 


নাটোর-ঢাকা মহাসড়কের পাশে সবুজ রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত হাত উদ্ধার করেছে পুলিশ। তবে পাশে একই রঙের আরও দুটি পলিথিন পড়ে থাকলেও তাতে কিছু ছিল না।   


বুধবার (৭ মে) রাতে সদর উপজেলার দত্তপাড়া সেতুর কাছে থেকে হাত উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, চলন্ত কোনো গাড়ি থেকে হাতটি ফেলে দেওয়া হতে পারে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে দত্তপাড়া সেতুর কাছে তিনটি সবুজ রঙের পলিথিনে মধ্যে বাতাসে একটি পলিথিন খুলে গিয়ে মানুষের একটি খণ্ডিত হাত বেরিয়ে আসে। তবে অন্য দুটি পলিথিন বাঁধা থাকায় বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। হাতটি কবজির নিচ থেকে কাটা। পাঁচটি আঙুল থাকলেও বৃদ্ধাঙ্গুলির পাশে আরও একটি ছোট আঙুল দেখা যায়। হাতটি দেখে বয়স্ক মানুষের বলে মনে হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মুহূর্তে সেখানে লোকজন ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। 


ধারণা করা হচ্ছে- গাড়ির মধ্য থেকে কেউ হয়তো দত্তপাড়া সেতুর নিচে নারদ নদে খণ্ডিত অংশ ফেলে দিয়েছিল। কিন্তু হাত রাখা পলিথিনগুলো সেতুতে ওঠার আগেই পড়ে যায়। 


এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ হাতটির ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post