মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা,

 


বাছাই পর্বের পাঁচ ম্যাচ হাতে থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা, খেলবে চার ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন লিওনেল মেসিও। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।


আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সেখানে তারা দুটি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে। অ্যাঙ্গোলা থেকে লিওনেল স্কালোনির দল যাবে কাতারে। 


জানা গেছে, আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করবে অ্যাঙ্গোলা। এ বিষয়ে, এএফএ সভাপতি তাপিয়া জানান, অ্যাঙ্গোলা ফুটবলের প্রধান ফার্নান্দো আলভেসকে স্বাগত জানাতে পারা আমাদের জন্য আনন্দের। উভয়পক্ষের মাঝে নতুন সুযোগ সৃষ্টিতে সমন্বয় ও ক্রীড়ার উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয়েছে।

বাছাইপর্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের শেষ চার ম্যাচ জুন ও সেপ্টেম্বরে। প্রতিপক্ষ চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে বিশ্বকাপের আগপর্যন্ত আর্জেন্টিনার আর খেলা নেই।

২০২৬ বিশ্বকাপ শুরু সেই বছরের জুনে। তাই এতগুলো মাস হাত বসে না থেকে বিশ্বকাপ ধরে রাখার অভিযানে নিজেদের যতটা এগিয়ে রাখা যায়। তাই ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচগুলোর প্রতিপক্ষ ঠিক করে রাখার কাজ আগেভাগেই সেরে রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post