কিশোরীকে ধর্ষণের অপরাধে সাবেক অভিনেতাকে ৪০ মাসের কারাদণ্ড

 


১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধে ৪০ মাসের কারাদণ্ড পেয়েছেন সিঙ্গাপুরের জনপ্রিয় ও সাবেক অভিনেতা ইয়ান ফ্যাং। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে স্ট্রেইট টাইমস।


সোমবার (১৯ মে) সিঙ্গাপুরের একটি আদালতে নিজের উপর ওঠার তিনটি অভিযোগের দোষ স্বীকার করেছেন ইয়ান। 


অভিযোগগুলো হলো, কিশোরীকে একাধিকবার যৌন হয়রানি, ধর্ষণ করা এবং বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এগুলো রায় ঘোষণার সময় বিবেচনায় নেওয়া হয়েছে।

যার ফলে ৪০ মাসের কারাদণ্ড পেয়েছেন ইয়ান ফ্যাং। আগামী ১৬ জুন থেকে সাজা ভোগ শুরু করবেন তিনি।


আদালতের বিচারক এডি থ্যাম প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ইয়াংয়ের পরিচয় প্রকাশের নিষেধাজ্ঞা তুলে নেন। বিচারক বলেন, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ভিকটিমকে মানসিকভাবে সুরক্ষা দেওয়া। 


তবে ভিকটিম এবং তার পরিবারের অনুরোধের ভিত্তিতে তিনি অভিযুক্তের নাম প্রকাশের অনুমতি দেন। ভিকটিমের পরিচয় আদালতের গোপনীয়তা আদেশের কারণে প্রকাশ করা যাবে না। কারণ, অপরাধ সংঘটিত হওয়ার সময় তিনি ছিলেন ১৫ বছর বয়সী এক ছাত্রী

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post