দেশের ১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস, সতর্কতা জারি

 


দেশের ১৭ জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সর্তকতাও জারি করেছে সংস্থাটি। 


সোমবার (১৯ মে) রাত ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।


পাশাপাশি বজ্রপাতের সময় কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শও দিয়েছে আবহাওয়া অফিস।  


পরামর্শগুলো হচ্ছে- 


১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। 

২. জানালা ও দরজা বন্ধ রাখুন। 

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। 

৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন। 

৫. গাছের নিচে আশ্রয় নেবেন না। 

৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। 

৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন। 

৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন। 

৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post