বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 


নাটোরের বাগাতিপাড়ায় রাত্রি খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। রবিবার (৮ জুন) মধ্যরাতে উপজেলার পৌর এলাকার উত্তর মুরাদপুর এলাকায় নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত রাত্রি খাতুন ওই এলাকার কামরুল ইসলাম কামালের স্ত্রীপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে খাবার খেয়ে শুয়ে পড়েন গৃহবধূ রাত্রি।রাত ১টার দিকে স্বামী কামরুল ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা রাত্রি খাতুনকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছেএ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post