মিয়ানমারে পাচারকালে ৪৩০ বস্তা সার ও ৬০০ বস্তা আলু জব্দ

 


মিয়ানমারে পাচারকালে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলুসহ ১৩ পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।


বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। বুধবার ও বৃহস্পতিবার টানা অভিযান চালিয়ে এসব সার ও আলু জব্দ করা হয়।


কোস্টগার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পতেঙ্গা বহির্নোঙরে একটি বিশেষ অভিযান চালায়। কোস্টগার্ড দল দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে। এ সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল, দুটি হ্যামকো ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়। জব্দ করা পণ্য, আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকা সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 



লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post