জামায়াত আমিরকে ফোন দিয়েছেন প্রধান উপদেষ্টা


 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একটি নির্দিষ্ট দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি দিয়ে তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের। তিনি বলেন, এ বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে। তাই প্রতীকী প্রতিবাদ স্বরূপ দল গতকালের ঐকমত্য কমিশনের বৈঠকে আসেনি জামায়াত।


বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।


জামায়াতের নায়েবে আমির আরও বলেন, প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন। তাকে আশ্বস্ত করেছেন, সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টার এ কথার পরিপ্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে। নারীদের ১০০ আসনে সরাসরি ভোটে জামায়াতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে আজ বুধবার যোগ দেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post