এই গেটের ব্যবহার নিয়ে হলের কর্মীরা কেউই সরাসরি উত্তর দিতে চাননি। হল ম্যানেজার ও গেট কিপার এড়িয়ে যান। এক কর্মী শুধু এটুকু বলেন, এই গেট দিয়েই নাকি সিনেমা দেখতে প্রবেশ করেন অনেকে। কিন্তু পুরো হলে আরও বড় দরজা থাকা সত্ত্বেও এই গোপন গেটই কেন ব্যবহার হয়। সে প্রশ্নের উত্তর মেলে না।
জানা গেছে, ওই গোপন দরজা দিয়ে একসময় পাশের ‘ছন্দা সিনেমা হল’-এ যাওয়া যেত। কিন্তু বর্তমানে ছন্দা হল বন্ধ থাকায় সেই পথ এখন কার্যত অচল।এদিকে, দর্শকশূন্যতা দীর্ঘদিনের সমস্যা আনন্দ হলে। ঈদ উপলক্ষে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ায় কিছুটা দর্শক ফিরলেও, সাধারণত হলটি থাকে ফাঁকা।
এই রহস্যময় দরজা ও তরুণ-তরুণীদের নিয়মিত যাতায়াত ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, যা এখনো রয়ে গেছে অজানা ও অনুত্তরিত।

Post a Comment