খুলনায় বিপুল পরিমাণে অস্ত্র ও মাদকসহ বিএনপির ৪ নেতাকর্মী গ্রেপ্তার

 


বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ বিএনপির ওয়ার্ড সভাপতি ও যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২০ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার টুটপাড়া তালতলা মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মপুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ টুটপাড়া এলাকায় অভিযান চালায়।সময় নগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সালাউদ্দিন মোল্লা বুলবুল (৪৪), ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ (৪২), আরিফ হোসেন (৩১) ও তাসফিকুর রহমানকে (১৯) আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি, একটি রিভলভার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।সহকারী কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, রেকর্ডপত্র পর্যালোচনা করে খুলনা থানায় বুলবুলের বিরুদ্ধে তিনটি ও তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে।তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কি না খোঁজ নেওয়া হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র, গুলি ও মাদকের উৎস্যসহ অন্যান্য জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এ দিকে বিএনপির নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়ে খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির বলেন, ‘আমি খুলনার বাহিরে থাকায় কারা কীভাবে গ্রেপ্তার হয়েছেন বিষয়টি আমার জানা নেই।’দ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post