আমতলীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

 


বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন, উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক মৌলবী আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫), বেয়াইন খালেদা (৪৫তাদের বাড়ি উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২ টার দিকে ঢাকা থেকে কুয়াকাটা উদ্দেশ্যে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় (আকবারিয়া মাদরাসা সড়ক) পৌঁছালে যাত্রীবোঝাই একটি ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকে থাকা দুই আরোহী বাবা-মেয়ে এতে ঘটনাস্থলেই মারা যায়এছাড়া শিশুসহ আরো ৫ জন আহত হয়। গুরুতর আহত খালেদা বেগমকে চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।


আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।।)।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post