বাড্ডায় তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 


রাজধানীর বাড্ডায় তালাবদ্ধ বাসা থেকে সুমী আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তার স্বামী। রবিবার রাত পৌনে ১১টার দিকে উত্তর বাড্ডার একটি বাসার তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 


নিহত সুমী পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. হানিফ হাওলাদারের মেয়েবর্তমানে স্বামীকে নিয়ে সুমী উত্তর বাড্ডার সোনা মিয়া মাতাব্বর রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

বাড়ির মালিক জানিয়েছেন, সুমী আক্তার ৩-৪ মাস আগে বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তার স্বামী মাঝে মধ্যে আসত না। তার স্বামীর সঙ্গে ঝগড়া হতোনিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার স্বামীই তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার পর তার স্বামীকে পাওয়া যায়নি। বাসা বাহির দিয়ে লক করা ছিল। পুলিশ এসে দরজা খুলে তার লাশ উদ্ধার করেছে।বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, তাকে মৃত্যুর আগে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তে জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post