মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে ধানকোড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন আলাল (৬২) ও ওয়ার্ড শ্রমিক লীগসহ সাধারণ সম্পাদক ঝন্টু চন্দ্র সরকার (৪৫)-কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গতকাল রবিবার (১৫মে ) রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নিজবাড়ি থেকে আলাল ও ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আলাল উদ্দিন ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। ঝন্টু চন্দ্র সরকার ৩ ওয়ার্ডে শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক খল্লী ধানকোড়া গ্রামের মৃত নিমাই চন্দ্র সরকারের ছেলেপুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।
সাটুরিয়া থানার এসআই (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।।

Post a Comment