সাটুরিয়ায় আ. লীগ সভাপতি ও শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা করে ধানকোড়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন আলাল (৬২) ও ওয়ার্ড শ্রমিক লীগসহ সাধারণ সম্পাদক ঝন্টু চন্দ্র সরকার (৪৫)-কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।


গতকাল রবিবার (১৫মে‌ ) রাতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে নিজবাড়ি থেকে আলাল ও ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আলাল উদ্দিন ধানকোড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। ঝন্টু চন্দ্র সরকার ৩ ওয়ার্ডে শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক খল্লী ধানকোড়া গ্রামের মৃত নিমাই চন্দ্র সরকারের ছেলেপুলিশ জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিজয় মিছিলের সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর বিএনপির নেতা মো. শাহিন খান বাদী হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন।


সাটুরিয়া থানার এসআই (সেকেন্ড অফিসার) আরিফ খান জানান, দরগ্রাম মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post