রাজধানীতে পুলিশকে লক্ষ্য করে গুলি, গ্রেপ্তার ৩

 


রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে গ্রেপ্তার করেছে ডিবি। শনিবার (২৮) রাতে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে তিনটি বিদেশী পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ সর্বমোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 


ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত ১৮ জুন রাতে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করেপরবর্তীতে আটককৃত আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে ডিবির আভিযানিক দল ১৯ জুন রাতে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেট কারকে থামানোর নির্দেশ প্রদান করে। এ সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পলাতক সন্ত্রাসীদের গুলিতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়।।এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। 

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত থাকে। অস্ত্রধারী মাদক কারবারীদের ধরতে ডিবি তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে এই ঘটনার মূল হোতা বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। এরই পরিপ্রেক্ষিতে ওই অস্ত্রধারী মাদক কারবারিকে ধরতে ডিবি রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।


এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোতলা বাড়ি থেকে সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post