রাজধানীতে ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন

 


রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে মিলছে না অকটেন ও পেট্রোল। এতে করে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। বিশেষ করে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। 


রবিবার সকালে রাজধানীর কুড়িল চৌরাস্তাসহ বেশ কয়েকটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের পেট্রোল না পেয়ে ফিরে যেতে দেখা গেছেতবে কী কারণে পেট্রোল মিলছে না, তা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি।মোটরসাইকেল চালকদের অভিযোগ—কিছু দিন পর পর ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ করে দেওয়া হয়। আবার কোথাও কোথাও অতিরিক্ত দামে বোতলে অকটেন বিক্রি হয়। সিন্ডিকেট করে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রেখে দাম বাড়ানো পাঁয়তারা করছে একটি চক্র।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিং স্টেশনের এক মালিক বলেন, রাজধানীতে পেট্রোলের সংকট চলছে। এর মধ্যে কিছু কিছু পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে না। আবার যেসব পাম্পে পাওয়া যায়, সেখানে অতিরিক্ত দাম দিতে হচ্ছে। এতে মোটরসাইকেল চালকরা ভোগান্তিতে পড়লেও আমাদের কিছু করার থাকে না।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post